ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস মিনেসোটা রাজ্যের গভর্নর টিম ওয়ালজকে নভেম্বরের নির্বাচনে তাঁর ভাইস প্রেসিডেন্ট সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন।
মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট দলের প্রার্থী নিয়ে একটি অনুষ্ঠানের আগে এই আনুষ্ঠানিক ঘোষণা করা হল।
“আমি আপনাদের জানাতে পেরে আনন্দিত যে, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ আমার সঙ্গী হিসেবে প্রচারণায় যোগ দেবেন, ” হ্যারিস তাঁর সমর্থকদের এক টেক্সট বার্তায় বলেন।
“টিম একজন পরিক্ষিত নেতা, এবং মিনেসোটার পরিবারদের জন্য কাজ করার ব্যাপারে তাঁর অসাধারণ রেকর্ড আছে। আমি জানি, তিনি আমাদের প্রচারণায় এবং ভাইস প্রেসিডেন্ট পদে একটি নীতি-ভিত্তিক নেতৃত্ব নিয়ে আসবেন,” হ্যারিস বলেন।
নির্বাচনে কে জিতবে তা নির্ধারণ করার জন্য যেসব রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেসব জায়গায় তাদের প্রচারণা নিয়ে যাওয়া হবে। হ্যারিস প্রচারণা চালাবেন উইস্কন্সিন, মিশিগান, অ্যারিজোনা এবং নেভাডায়।