যাকাত একজন মুসলিমের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।চলুন জেনে নেয়া যাক যাকাত এর পরিমাণ কতো হওয়া উচিৎ এবং কাদের উপর যাকাত ফরয।
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাত অন্যতম।ইসলামিক ফাউন্ডেশন এর যাকাত ফান্ড পরিচালক মোহাম্মদ হারুনুর রাশিদ এর মতে -“হাত এ গচ্ছিত নগদ অর্থ, শেয়ার সার্টিফিকেট, প্রাইজবন্ড, মূল্যবান ধাতু ও সোনা – রুপার অলংকার, বাণিজ্যিক সম্পদ ও শিল্পজাত ব্যাবসায় প্রতিশ্রুত লভ্যাংশ, পশু সম্পদ, খনিজ দ্রব্য, প্রভিডেন্ট ফান্ড – এ সব কিছুর উপরেই যাকাত দিতে হবে, তবে তা নিসাব অনুসারে”নিসাব বলতে ইসলাম-এ বোঝানো হয়:দৈনন্দিন প্রয়োজন পূরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাদ দেয়ার পর সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ রূপা অথবা সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ থাকলে অথবা এর সমমূল্যের ব্যবসায়িক পণ্যের মালিকানা থাকলে তাকে যাকাতের নিসাব বলে।যাকাতের পরিমাণ হবে দৈনন্দিন প্রয়োজন পূরণের পর সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ অথবা সাড়ে সাত তোলা পরিমাণ স্বর্ণ থাকলে অথবা এর সমমুল্যের ব্যাবসায় মালিকানা থাকলে মোট সম্পদের আড়াই শতাংশ হার-এ।