• ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ১৮৫*, ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে শেন ওয়াটসনের।
• ওয়ানডেতে ব্যাটিংক্রমের ছয় বা এর নিচে নেমে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ কপিল দেবের ১৭৫*, ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে।
• বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর ওপরে আছে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ২৩৭* ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ২১৫।
• ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। আগের রেকর্ড ১৯৩, ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ফখর জামানের ১৯৩।
ম্যাক্সওয়েল-কামিন্সের ২০২ রানের জুটি ওয়ানডেতে অষ্টম উইকেটে সর্বোচ্চ। আগের রেকর্ড ১৩৮*, ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল ও জাস্টিন কেম্পের।
ওয়ানডেতে রান তাড়ায় ১০০ রানের নিচে প্রথম ৭ উইকেট হারানোর পর জয়ের ঘটনা ১২টি। তবে এমন পরিস্থিতিতে সর্বোচ্চ রান তাড়ার করার রেকর্ডটা এখন অস্ট্রেলিয়ার। আগের রেকর্ড আফগানিস্তানের। ২০১৫ বিশ্বকাপে ডানেডিনে স্কটল্যান্ডের ২১১ রানের লক্ষ্য ছুঁতে নেমে ৯৭ রানে ৭ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। ম্যাচটি শেষ পর্যন্ত ১ উইকেটে জেতে আফগানরা।
ম্যাচে ম্যাক্সওয়েলের ছক্কা। বিশ্বকাপে যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ। আগের রেকর্ডটি ৯ ছক্কার, এবারের বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচেই যা গড়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
বিশ্বকাপে ম্যাক্সওয়েলের মোট ছক্কা। ওয়ার্নারকে (৩৭) পেছনে ফেলে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছক্কা এখন তাঁর।