অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বিনোদন বিশ্ব সর্বশেষ

মিকি আর্থারের করা মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়

পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের করা মন্তব্য নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। ভারতের কাছে বড় হারের পর সংবাদ সম্মেলনে আর্থার বলেছিলেন, তাঁর কাছে ম্যাচটিকে আইসিসির নয়, বিসিসিআইয়ের কোনো ইভেন্ট মনে হয়েছে। একইসঙ্গে তিনি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের দলীয় সংগীত হিসেবে পরিচিত ‘দিল দিল পাকিস্তান’ না বাজানোর প্রসঙ্গও টানেন।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম প্রশ্ন করেছিল দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তাকে। কেন ‘দিল দিল পাকিস্তান’ গানটি সেদিন ভারত–পাকিস্তান ম্যাচ চলাকালে বাজানো যায়নি, তার কিছু কারণ জানিয়েছেন ওই কর্মকর্তা। প্রথমে তিনি বলেছেন, ‘পাকিস্তানের সব গান আপনি তখনই বাজাবেন, যখন তাদের সমর্থকেরা স্টেডিয়ামে থাকবে। স্টেডিয়ামে একজন পাকিস্তানি সমর্থকও ছিল না।’

একজনও পাকিস্তানি সমর্থক ছিলেন না, সে কথাটি অবশ্য ঠিক নয়। তবে প্রায় ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ভারতের সমর্থকদের ভিড়ে সেদিন হাতে গোনা পাকিস্তান সমর্থকদের স্বাভাবিকভাবেই খুঁজে পাওয়া যায়নি সেভাবে।

এরপর আর যে কারণের কথা বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, সেটাতে পাকিস্তান দলকে একটা খোঁচাও যেন দিলেন তিনি। তিনি উল্টো প্রশ্ন করেছেন, ‘আমরা গানটি কখন বাজাতাম? আমরা কি এটা বাবর আর রিজওয়ানের আউট হওয়ার পর বাজাতাম, নাকি শাহিন আফ্রিদির বলে রোহিতের ছক্কা মারার পর বাজাতাম?’

সে ম্যাচে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানের সমর্থক না থাকার বিষয়ে দলটির প্রধান কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন বলেছেন, ‘সেখানে যে আমাদের কোনো সমর্থক ছিল না, এর জন্য সত্যিকার অর্থেই আমরা দুঃখিত। এখানে থাকতে চাইত তারা। আমি নিশ্চিত যে ভারতের ক্রিকেট সমর্থকেরা চাইত, আমাদের সমর্থকেরা থাকুক। কিন্তু এটা নিশ্চিত করেই অস্বাভাবিক একটা ব্যাপার।’

সম্পর্কিত খবর

খোদ যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লংঘন হয় : তথ্যমন্ত্রী

gmtnews

নির্বাচন কমিশন পুর্নগঠনে ৬ সদস্যের সার্চ কমিটি

gmtnews

সরকারের পদক্ষেপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত