করোনাকালে তাদের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে চান ব্যবসায়ীরা। এজন্যে শুল্ক কর এবং ভ্যাটে নানা ধরণের ছাড় চান তারা। দেশের ব্যবসায়ীদের মূল দাবি এখন করোনায় ব্যবসা-সহায়ক একটি কর ব্যবস্থা।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি ও এ কে খান গ্রুপের পরিচালক বলেন, “করোনার প্রেক্ষাপটে আগামী বাজেটে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে শুল্ক-করে ছাড় দিতে হবে। আবার ভোক্তা খরচে উদ্বুদ্ধ করতে সাধারণ করদাতাদের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে।”