করোনাকালেও ঠেকে নেই আমাদের দৈনন্দিন জীবন যাপন। সেই সাথে চলছে মেয়েদের নিয়মিত পিরিয়ড চক্র। এটি তাদের জীবনেরই একটি অংশ। অনেক করোনা আক্রান্ত মহিলাদের মতে করোনা হওয়ার পর তারা ভুগছেন অনিয়মিত পিরিয়ডের সমস্যায়।
আবার অনেকে জানান যে, করোনা আক্রান্ত অবস্থায় করোনার নানা রকম সমস্যার পাশাপাশি পিরিয়ডে রক্তপাত ছিল অনিয়মিত। সেই সাথে দুর্বলতা ও পেটের ব্যাথা ছিল স্বাভাবিকের তুলনায় বেশি।
ডাক্তারদের মতে এই সময় প্রয়োজন ইতিবাচক ভাবনা চিন্তা, করা উচিৎ মেডিটেশন।