শনিবার (০১ মে) মহান মে দিবসকে কেন্দ্র করে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন: করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানা চালু রাখা হয়েছে। কিন্তু সে ক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।
এ সময় শ্রমিকদের সহায়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকার শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রান বিতরন-সহ সব রকমের কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য যে, সরকার শ্রমিকদের সংকট মোকাবিলায় তাদের বেতনের জন্যে ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।