মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় বিকল হয়ে পড়ছে ভারতীয় বিমানগুলোর জিপিএস সিগন্যাল। গত কয়েক মাস ধরেই ক্রমাগত ঘটে চলেছে এই ঘটনা। এই পরিস্থিতিতে দেশের বিমান সংস্থাগুলোকে বিশেষ নোটিস পাঠিয়েছে ডিজিসিএ। এই ধরনের ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে নিরাপত্তা। ফের যদি এই সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করতে হবে তাও বিমান সংস্থাগুলোকে জানিয়েছে ডিজিসিএ।
রিপোর্টে জানা গিয়েছে, স্পুফিংয়ের সমস্যা রয়েছে। স্পুফিং বলতে সাধারণত এক ধরনের ভিন্ন জিপিএস সিগন্যালকে বোঝায়। এর লক্ষ্যই হলো বিমান চালককে বিভ্রান্ত করা। বোঝানো হয় যে বিমান তার নির্ধারিত যাত্রাপথ থেকে দূরে রয়েছে। ফলে, এই ধরনের সমস্যায় পড়লে বিপদের মুখে পড়তে হতে পারে ভারতীয় বিমানগুলোকে। আগাম সতর্কতা অবলম্বন করতেই এই পরিকল্পনা।