28 C
Dhaka
March 30, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বিনোদন বিশ্ব সর্বশেষ

ভারতের দুর্বলতা খুঁজে দিয়েছেন আকরাম-মিসবাহ

ঘরের মাঠের বিশ্বকাপে শিরোপা জয়ই লক্ষ্য ভারতের। সেই লক্ষ্যে তারা দুর্দম্য গতিতে এগিয়ে চলেছে। টানা ৬ ম্যাচ জিতে সেমিফাইনালে পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল। প্রথম ৫ ম্যাচ জিতেছে তারা রান তাড়া করে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচটি ভারত জিতেছে আগে ব্যাটিং করে। তা–ও আবার স্কোরবোর্ডে মাত্র ২২৯ রান তুলে।

এ থেকে বোঝাই যায়, ভারতের ব্যাটসম্যানদের মতো বোলাররাও আছেন দারুণ ছন্দে। সব মিলিয়ে মনে হচ্ছে, এই ভারত দলে কোনো দুর্বলতাই নেই। কিন্তু পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল–হক বলছেন অন্য কথা। দুর্দম্য ভারত দলের একটি দুর্বলতা খুঁজে পেয়েছেন তাঁরা দুজন।

কী সেই দুর্বলতা? রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা দারুণ ছন্দে থাকলেও এখনো জ্বলে উঠতে পারেননি শ্রেয়াস আইয়ার। এটাকেই ভারত দলের একমাত্র দুর্বলতা মনে করেন আকরাম-মিসবাহ।

এই বিশ্বকাপে ভারতের খেলা ৬টি ম্যাচেই ব্যাট করেছেন আইয়ার। চার নম্বরে ব্যাটিং করে ৩৩.৫ গড়ে করেছেন ১৩৪ রান। ৬ ম্যাচে তাঁর ছিল এ রকম—০, ২৫, ৫৩, ১৯, ৩৩ ও ৪।

আইয়ারের ছন্দহীনতা, হার্দিক পান্ডিয়ার চোট আর লোকেশ রাহুলের দারুণ ছন্দে থাকার বিষয় টেনে এনে মিসবাহ পাকিস্তানের টেলিভিশন ‘এ স্পোর্টস’-এর অনুষ্ঠানে বলেছেন, ‘ফিট হয়ে উঠলে হার্দিক ফিরবে। প্রথম দিন থেকেই আমার মনে হয়েছে লোকেশ রাহুলের ৫ নম্বরে ব্যাট করতে নামাটা তার জন্য একটু দেরিতেই ক্রিজে আসা হয়ে যাচ্ছে। তার ৪ নম্বরে ব্যাট করা উচিত। হার্দিক ফিরলে সূর্যকুমার যাদব ৬ নম্বরে ও জাদেজা ৭ নম্বরে ব্যাট করবে। তাহলে তার (আইয়ার) একাদশে থাকাটা কঠিনই হবে।’

মিসবাহ এরপর যোগ করেন, ‘সে (আইয়ার) রান করেছে। সে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক করেছে, যেটাকে অনেক উঁচুভাবেই দেখা হয়। কিন্তু সব মিলিয়ে ফাস্ট বোলিংয়ের বিপক্ষে তার গড় ১৯ থেকে ২০-এর মধ্যে। শর্ট বলে তো তাকে খুঁজেই পাওয়া যায় না। আপনার দুর্বলতা যখন প্রকাশ পেয়ে যাবে, সব দলই সুবিধাটা কাজে লাগাবে।’

ওয়াসিম আকরাম বলেছেন, ‘তাকে পারফর্ম করতে হবে। কারণ, ঈশান কিষান বসে আছে এবং সে বাঁহাতি। এশিয়া কাপের প্রথম ম্যাচে তার খেলাটা মনে করুন। সে আর হার্দিক পান্ডিয়া একটা জুটি গড়েছে। সে মিডল অর্ডারে ব্যাট করতে পারে।’

সম্পর্কিত খবর

শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসিবিহীন মায়ামি

Shopnamoy Pronoy

বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছানোর লক্ষ্যে বিশ্বকাপ শুরু করছে।

Shopnamoy Pronoy

রোমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষা

Zayed Nahin

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত