ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে প্রথম ১২ লড়াইয়ে ভারতের কাছে সবগুলোই হেরেছিলো পাকিস্তান। তাই ভারতের বিপক্ষে পাকিস্তানের বিশ্বকাপ মঞ্চ ছিলো অপয়া। অবশেষে আনলাকি থার্টিন ম্যাচে এসে চিরপ্রতিন্দ্বন্দি ভারতের বিপক্ষে বিশ্বকাপ পর্বে প্রথম জয় পেল পাকিস্তান।
গতরাতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারতকে। ম্যাচে ফলই বলে দিচ্ছে, পুরো খেলায় ভারতকে দাঁড়াতেই দেয়নি পাকিস্তান। পুরো ম্যাচে নাস্তানাবুদ হয়েছে শক্তিশালী ভারত। ভারত অধিনায়ক বিরাট কোহলিও, তাই মনে করেন। তার মতে, ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘আমাদের কোন পরিকল্পনাই কাজে আসেনি। এ ম্যাচ জয়ের কৃতিত্ব তাদেরই প্রাপ্য। এক কথায় পাকিস্তান আমাদের উড়িয়ে দিয়েছে।’
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে ভারত। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদির তোপে ৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় টিম ইন্ডিয়া। এরপর কোহলির হাফ-সেঞ্চুরিতে ৭ উইকেটে ১৫১ রানের লড়াকু পুঁজি পায় ভারত। ১৫২ রানের টার্গেট স্পর্শ করতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজমের। উদ্বোধনী জুটি অবিচ্ছিন্ন থেকে পাকিস্তানকে অবিস্মরণীয় জয়ের স্বাদ পাইয়ে দেন।
শুরুর ধাক্কাতেই ম্যাচ ফসকে যয় বলে মনে করেন কোহলি। তিনি বলেন, ‘ যখন আপনি দ্রুত তিন উইকেট হারাবেন, সেখান থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন। বিশেষ করে যখন আপনি বুঝবেন শিশির পড়ছে।’
পাকিস্তানের বোলিং-ব্যাটিংয়ের প্রশংসা করেন কোহলি, ‘পাকিস্তানের ইনিংস যতটা সহজ মনে হয়েছে, প্রথম ইনিংসে বড় শট খেলা ততটা সহজ ছিল না। পাকিস্তানের মানসম্মত বোলাররা আমাদের হাত খুলে খেলতে দেয়নি।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারতের ওপেনার রোহিতের ব্যাটিং নিয়ে কোহলিকে প্রশ্ন করেন পাকিস্তানের একজন সাংবাদিক। তিনি বলেন, ‘আমার প্রশ্ন দল নির্বাচন নিয়ে। অনেকেই মনে করছেন, প্রস্তুতি ম্যাচে ইশান কিশান দারুণ খেলেছেন। আপনার কি মনে হয়, রোহিতের চেয়ে কিশান ভালো করতেন?’
এমন প্রশ্ন শুনে আকাশ থেকে পড়েন কোহলি। ঐ সাংবাদিকের উদ্দেশ্যে কোহলি বলেন, ‘খুবই সাহসী প্রশ্ন। আপনার কি মনে হয়, স্যার? যে দলকে আমার সেরা মনে হয়েছে, সেটিই আমি খেলিয়েছি। আপনার কি মনে হয়েছে?’
ঐ সাংবাদিক বলেন, ‘আমি ¯্রফে জিজ্ঞেস করেছি আপনাকে, মন্তব্য করতে চাই না।’
এরপর কোহলি বলেন, ‘রোহিতকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বাদ দিবেন আপনি? রোহিত শর্মাকে? আপনি কি জানেন, আমাদের সর্বশেষ ম্যাচে সে কি করেছিলো?’
এরপর মাথা নাড়িয়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন কোহলি। মুখে হাসি নিয়ে তিনি বললেন, ‘অবিশ্বাস্য কথা আপনার। আপনি যদি বিতর্ক চান, আগে থেকেই বলে রাখতে পারেন। তাহলে আমি সেভাবেই উত্তর দিতে পারবো।’
পাকিস্তানের বিপক্ষে মাত্র ১ বল খেলে আফ্রিদির বলে লেগ বিফোর হন রোহিত।