অগ্রবর্তী সময়ের ককপিট
অর্থনীতি বাংলাদেশ সর্বশেষ

বদলে যাওয়া বাংলাদেশ: মাথাপিছু আয় ৯১ থেকে ২৭৬৫ ডলার

১৯৭২ সালে ৯১ ডলার মাথাপিছু আয় নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ রাষ্ট্র। স্বাধীনতার ৫২ বছরে এসে দেশের মাথাপিছু আয় এখন দুই হাজার ৭৬৫ ডলার।

৭২ সালের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি।

এই উন্নয়নযাত্রায় দেশের মাথাপিছু আয় কখনো বেড়েছে কখনো কমেছে। সবচেয়ে বেশি বেড়েছে আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে।

সরকারি তথ্যে দেখা যায়, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালে মাথাপিছু আয় বাড়ে প্রায় ২০৪ শতাংশ। ১৯৭২ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৯১ মার্কিন ডলার। ১৯৭৫ সাল পর্যন্ত এ আয় ৩ গুণেরও বেশি বেড়ে হয় দাঁড়ায় ২৭৭ ডলার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৭৬ সালে দেশের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ১৩২ ডলারে। ক্রমবর্ধমান উন্নতির ধারা থেকে এক লাফে মাথাপিছু আয় কমে প্রায় ৫২ শতাংশ। এর পরের বছর ১৯৭৭ সালে মাথাপিছু আয় আরও কমে ১২৩ ডলারের নামে।

১৯৭৫ সাল পরবর্তী সময়ে অবৈধ সামরিক শাসন আর রাজনৈতিক অস্থিরতার সঙ্গে পরবর্তী বছরগুলোয় মাথাপিছু আয় বাড়ার ধারা থমকে যায়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া মাথাপিছু আয় অর্থাৎ ২৭৭ মার্কিন ডলারে পৌঁছাতে অপেক্ষা করতে হয়েছে ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯০ সালে দেশের মাথাপিছু আয় হয় ২৯৪ মার্কিন ডলার। ১৯৯১ সালে দেশের মাথাপিছু আয় আবার কমে দাঁড়ায় ২৮৩ ডলারে।

১৯৭৫-এ জাতির পিতাকে হত্যার পর ১৯৯১ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় বাড়ে মাত্র ৬ মার্কিন ডলার। এ সময়টার প্রায় সবটা সময় ক্ষমতায় ছিলেন সামরিক শাসক জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ।

১৯৯১ সালের পর থেকে অল্প অল্প করে বাড়তে থাকে দেশের মাথাপিছু আয়। ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দেশের মাথাপিছু আয় বাড়ে ১২৭ ডলার। ২০০১ সালে দেশের মাথাপিছু আয় ছিল ৪১০ ডলার। পরবর্তীতে ২০০১-২০০৬ পর্যন্ত মাথাপিছু আয় বাড়ে মাত্র ৯৩ মার্কিন ডলার।

২০০৯ আওয়ামী লীগ যখন ক্ষমতা নেয় তখন দেশের মাথাপিছু আয় ছিল ৬৮৬ মার্কিন ডলার। পরের বছরগুলোয় ধারাবাহিকভাবে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দেশের মাথাপিছু আয়। সবচেয়ে বেশি বাড়ে ২০১৬ সালে ৪২৪ মার্কিন ডলার। এ সময় দেশের মাথাপিছু আয় ছিল এক হাজার ৬৬০ মার্কিন ডলার।

বিগত বছরগুলোয় ধারাবাহিকভাবে বাড়তে থাকা দেশের মাথাপিছু আয় ২০২৩ সালে এসে দাঁড়িয়েছে দুই হাজার ৭৬৫ মার্কিন ডলার। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাথাপিছু আয় বেড়েছে দুই হাজার ৭৯ মার্কিন ডলার, যা ২০০৯ সালের চেয়ে প্রায় চার গুণ এবং ১৯৭২ সালের চেয়ে ৩০ দশমিক ৩৮ গুণ বেশি।

সম্পর্কিত খবর

গণতন্ত্রের মানদণ্ড হচ্ছে নিরাপদ সাংবাদিকতা: মেয়র আরিফ

Zayed Nahin

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিরাপত্তা পরিষদের উদ্বেগ

gmtnews

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত