অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ রাজনীতি সর্বশেষ

বঙ্গবন্ধুর খুনিকে ধরতে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার চান্দিনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি-কুলাঙ্গারদের একজন কুমিল্লার চান্দিনার। তাঁকে ধরতে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি আমরা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী)। যেখানেই থাকুক, তাকে বিচারের আওতায় আনা হবে। শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর ওই খুনির নাম বলেননি। বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে কর্নেল (অব.) খন্দকার আবদুর রশীদের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে। বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার ৪৮ বছর পূর্ণ হলেও এখনো অধরা রয়ে গেছেন খন্দকার আবদুর রশীদ। মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না। আওয়ামী লীগ কোনো পেশিশক্তিতে বিশ্বাস করে না। জনগণ আমাদের সঙ্গে আছে। সুতরাং কে কী বলল, এগুলো নিয়ে আমরা ভাবছি না। আমাদের পাশে যেমন বন্ধুদেশ আছে, তেমনি অনেক দেশ আমাদের ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করতে সাংবাদিকদের নিষেধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সে জন্য আমাদের আইন আছে। যাঁরা অপব্যবহার করবেন, তাঁদের আইনের মুখোমুখি হতেই হবে। আপনারা কেউ ভুয়া নিউজ দেবেন না, উদ্দেশ্যমূলক কোনো প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেকে যেটা বলে, সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন, আমার স্বপ্ন সবই আঁধারে ডুবে যাবে পরে মন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর উচ্চবিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া গ্রন্থাগারের উদ্বোধন করেন। বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ভূঁইয়া মন্ত্রীর শ্বশুর। এরপর মন্ত্রী কুমিল্লার বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়।

 

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য তবে সুসম্পর্ক অব্যাহত থাকবে : তথ্যমন্ত্রী

gmtnews

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

Hamid Ramim

অক্টোবরে এমআরটি লাইন-৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: কাদের

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত