বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে তাদের পদোন্নতির তথ্য জানায়।
পদোন্নতিপ্রাপ্তদের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
সরকারি কর্ম কমিশন সচিবালয় গত ৭ মে উপ-প্রশাসনিক কর্মকর্তা ও উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তাদের (আগের অফিস সুপারিনটেনডেন্ট, সিএ কাম-উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর) জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৬০০০-৩৮৬৪০ টাকা (দশম গ্রেড) বেতন স্কেলে ‘প্রশাসনিক কর্মকর্তা’ পদে পদোন্নতির সুপারিশ করে। এরপর ২৮ মে তাদের পদোন্নতি দেওয়া হয়।