করোনার টিকা নিতে অনলাইনে নিবন্ধন করার নিয়ম করেছে সরকার। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অনলাইনে নিবন্ধন ছাড়াই গ্রামে বয়স্কদের অগ্রাধিকার দিয়ে করোনাভাইরাসের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৪ জুলাই) বিকেলে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার করোনা মোকাবিলায় আগামী সপ্তাহ থেকে ভারত থেকে প্রতি সপ্তাহে ২০০ টন তরল অক্সিজেন আমদানি শুরু করতে যাচ্ছে। কেনা হচ্ছে ৪৩টি অক্সিজেন জেনারেটর। সামনের মাসে টিকার মজুত হবে ১ কোটি ২০ লাখ। আরও ২১ কোটি টিকার প্রতিশ্রুতি পাওয়া গেছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ৩ কোটি চীন, ৩ কোটি অ্যাস্ট্রাজেনেকা, ৭ কোটি মডার্না, ১ কোটি রাশিয়া এবং ৭ কোটি টিকা দেবে জনসন অ্যান্ড জনসন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আমরা ২১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করেছি। আশা করছি আগামী বছরের প্রথমদিকে এসব টিকা আমরা হাতে পাব।
একটি মন্তব্য করা হয়েছে
[…] টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার ২০২০-২১ সালের প্রথম বর্ষ […]