কোভিড বিধিনিষেধ এবং বড় ধরণের কূটনৈতিক টানাপোড়নের কারণে দুইবছর বন্ধ রাখার পর উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবং স্পেনের কিউটা ও মেলিলা ছিটমহলের মধ্যকার সীমান্ত খুলে দেওয়া হয়েছে। খবর এএফপির।
এই দুটি ছিটমহলের মাধ্যমেই কেবল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মরক্কোর স্থল সীমান্ত রয়েছে। ভূমধ্যসাগরের উত্তর মরক্কো উপকূল সংলগ্ন অঞ্চলে এ দুটি ছিটমহলের অবস্থান।
সীমান্ত গেটগুলো সোমবার স্থানীয় সময় রাত ১১ টার পর খুলে দেয়া হয়। সে সময় উভয় দিক থেকে কয়েক ডজন গাড়ি ও পথচারি পারাপার হয়।