থাইল্যান্ডের পার্লামেন্টের এক নারী সদস্যকে (এমপি) ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টে রাজতন্ত্র ও রাজাকে অপমান করায় অধিকারকর্মী থেকে রাজনীতিক বনে যাওয়া এই আইনপ্রণেতাকে এ সাজা দেওয়া হয়।
রুকচানোক স্রিনোক (২৯) নামের এই আইনপ্রণেতা প্রগতিশীল মুভ ফরওয়ার্ড পার্টি থেকে নির্বাচিত হন।
২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমানে এক্স) দেওয়া একটি পোস্টে সরকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছিলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা বিতরণের বিষয়টি রাজতন্ত্রের ভাবমূর্তি বাড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে। আরেকটি পোস্ট রুকচানোক শেয়ার করেছিলেন। ওই পোস্টের মাধ্যমে রাজার প্রতি ‘মারাত্মক বিদ্বেষ’ প্রদর্শন করা হয়েছে বলে আদালত বলেছেন।