ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ তালিকার ঘোষণা আসবে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷
স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ বলেন, ‘‘ফলপ্রসূ আলোচনা হয়েছে৷ ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যে সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে৷ সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি৷ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে৷ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি৷ যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে৷ দ্রুত সময়ে আমরা এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে৷’’ নাহিদ আরও বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ১০-১৫ জনের প্রাথমিক তালিকা দিয়ে এসেছি৷ সেটা চূড়ান্ত করে ২৪ ঘণ্টার মধ্যে তালিকাসহ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেশবাসী পেয়ে যাবে৷’’
ড. ইউনূসের সঙ্গে যোগাযোগপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘উনার একটি মাইনর অপারেশন হয়েছে আজকে৷ আগামীকালই দেশের উদ্দেশে রওনা হবেন৷ আগামীকাল রাতে অথবা পরশু সকালের মধ্যে উনি দেশে পৌঁছাবেন৷ এর মধ্যে তালিকাও চূড়ান্ত হয়ে যাবে৷ ২৪ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারবে বলে আশা করছি৷’’
দেশের পরিস্থিতি নিয়ে নাহিদ বলেন, ‘‘পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে পুর্নগঠন করতে হবে৷ দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ হবে৷ ছাত্র-নাগরিকরা আজকে যে ঢাকা শহরের ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, মন্দির পাহারা দিচ্ছেন এটিকে সবাই প্রশংসা করেছে৷ আইন-শৃঙ্খলা বাহিনী ফিরে না আসা পর্যন্ত সবাইকে সর্তক থাকতে হবে৷ কোনো ধরনের নাশকতা, লুটপাট যাতে না হয় সেজন্য ছাত্র- জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে। ছাত্র-জনতা মিলে আমরা নতুন বাংলাদেশ বির্নিমাণ করব৷
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় শুরু হওয়া বৈঠকে ছিলেন তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১ জন সমন্বয়ক, লিঁয়াজো কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম ও নাসির আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তানজীমউদ্দিন খান ও অধ্যাপক আসিফ নজরুল৷