নিউজিল্যান্ড কোভিড-১৯ সংক্রান্ত লকডাউনের মেয়াদ শুক্রবার বৃদ্ধি করেছে। করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় এবং অকল্যান্ড থেকে রাজধানী ওয়েলিংটন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তারা এ মেয়াদ বাড়ানোর ঘোষণা দিল। খবর এএফপি’র।
প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, প্রাথমিকভাবে আরোপ করা তিন দিনের লকডাউন আরো চার দিন বাড়ানো হবে। তিন দিনের এ লকডাউন শুক্রবার রাতে শেষ হবে।
তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে কতটা ছড়িয়ে পড়েছে তা এখন নিরপন করার চেষ্টা করছে নিউজিল্যান্ড। এ সপ্তাহে অকল্যান্ডে ফের করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এর মধ্য দিয়ে কোন ধরনের কমিউনিটি সংক্রমণ ছাড়াই দেশের ছয় মাসের চলার পথের অবসান ঘটে।
তিনি বলেন, ‘আমাদের দেশে এই ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা ছড়িয়েছে তা আমরা পুরোপুরি জানি না। এমন পরিস্থিতিতে আমাদের সাবধানতা অব্যাহত রাখা প্রয়োজন।’