অগ্রবর্তী সময়ের ককপিট
করোনা আপডেট বিশ্ব সর্বশেষ

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার: নিউজিল্যান্ডে লকডাউনের মেয়াদ বৃদ্ধি

ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার: নিউজিল্যান্ডে লকডাউনের মেয়াদ বৃদ্ধি

নিউজিল্যান্ড কোভিড-১৯ সংক্রান্ত লকডাউনের মেয়াদ শুক্রবার বৃদ্ধি করেছে। করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় এবং অকল্যান্ড থেকে রাজধানী ওয়েলিংটন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তারা এ মেয়াদ বাড়ানোর ঘোষণা দিল। খবর এএফপি’র।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, প্রাথমিকভাবে আরোপ করা তিন দিনের লকডাউন আরো চার দিন বাড়ানো হবে। তিন দিনের এ লকডাউন শুক্রবার রাতে শেষ হবে।

তিনি বলেন,  ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে কতটা ছড়িয়ে পড়েছে তা এখন নিরপন করার চেষ্টা করছে নিউজিল্যান্ড। এ সপ্তাহে অকল্যান্ডে ফের করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এর মধ্য দিয়ে কোন ধরনের কমিউনিটি সংক্রমণ ছাড়াই দেশের ছয় মাসের চলার পথের অবসান ঘটে।

তিনি বলেন, ‘আমাদের দেশে এই ডেল্টা ভ্যারিয়েন্ট কতটা ছড়িয়েছে তা আমরা পুরোপুরি জানি না। এমন পরিস্থিতিতে আমাদের সাবধানতা অব্যাহত রাখা প্রয়োজন।’

সম্পর্কিত খবর

কোথায় হতে যাচ্ছে রেলওয়ে দক্ষিণের সদর দপ্তর

Zayed Nahin

সরকার বন্যা কবলিত মানুষের জন্য সব ধরনের সহায়তা প্রদান করছে: প্রধানমন্ত্রী

gmtnews

ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত