ওপেনার তামিম ইকবালকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এখন মুশফিকুর রহিম।
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৯১ রান ও দ্বিতীয় ইনিংসে ১৬ রান করেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে আজ ১৬ রানের ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন মুশি।
৭৬ টেস্টের ১৪০ ইনিংসে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে এখন ৪৮০৩ রান আছে মুশফিকের।
৬৪ টেস্টের ১২৩ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে তামিমের রান ৪৭৮৮।
তৃতীয়স্থানে আছে সাকিব আল হাসান। ৫৮ টেস্টের ১০৭ ইনিংসে ৫টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৩৯৩৩ রান করেছেন সাকিব।
৪৬ টেস্টের ৮৫ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৩৫৫ রান নিয়ে তালিকার চতুর্থস্থানে এই ফরম্যাটের অধিনায়ক মোমিনুল হক।