দেশে প্রথমবারের মতো ন্যাশনাল রোমিং ফিল্ড ট্রায়াল চালুর ঘোষণা দিয়েছে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান টেলিটক ও বাংলালিংক। এর আওতায় উভয় অপারেটর তাদের অপেক্ষাকৃত কম নেটওয়ার্ক কভারেজের এলাকায় নির্বিঘ্নে একে অপরের নেটওয়ার্ক ব্যবহার করার পরীক্ষামূলক কার্যক্রম চালাবে।
প্রথম পর্যায়ে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পোস্ট-পেইড ভয়েস এবং খুদে বার্তা (এসএমএস) সেবা পরীক্ষা করা হবে। পরে প্রিপেইড সেবা ও ডেটা (ইন্টারনেট) পরীক্ষা করে দেখা হবে।