রাশিয়ার অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানভ জি-২০ সম্মেলনে দেশটির প্রতিনিধি দলের প্রধান হবেন। মঙ্গলবার রাশিয়ার অর্থমন্ত্রণালয়ের প্রেস সার্ভিসের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর তাস’র।
বিবৃতিতে বলা হয়, ‘অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়াভন জি-২০সম্মেলনে রুশ প্রতিনিধি দলের প্রধান হবেন।’
এ সম্মেলন ২০ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর গুরুত্বপূর্ণ এ সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে ইন্দোনেশিয়া।
এর আগে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, ২০ এপ্রিল ওয়াশিংটনে অনুষ্ঠেয় এ সম্মেলনে রাশিয়া অংশগ্রহণ করলে মার্কিন অর্থমন্ত্রী জানেট ইলেন জি-২০ সম্মেলনের কিছু অধিবেশন বর্জন করবেন।
রাশিয়ার অর্থমন্ত্রী সিলুয়াভন ভার্চুয়ালি আসন্ন কিছু বৈঠকে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইলেন বৈশ্বিক অর্থনীতির জন্য উৎসর্গ করা উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। রাশিয়াও এ অধিবেশনে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।