ভুটানের জংখা ভাষায় অনুবাদ করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। রোববার (৩১ মার্চ) ভুটানের থিম্পুতে জিচেনখার মিলনায়তনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং বঙ্গবন্ধুর নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ।‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন নিয়ে রোববার দিনগত রাতে এক্সে পোস্ট করেন সায়মা ওয়াজেদ। তিনি লিখেন, ‘আজকের একটি বিশেষ অনুষ্ঠান, ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুকের সঙ্গে আমার নানা অসমাপ্ত আত্মজীবনী বইয়ের জংখা ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করেছি।’