অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল সর্বশেষ

ঘুরে দাঁড়িয়ে গার্দিওলার হুংকার, ‘এ কারণেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন’

যে লক্ষ্য নিয়ে ম্যানচেস্টার সিটির কোচ হয়েছিলেন, সে লক্ষ্য আগেই পূরণ করেছেন। গত মৌসুমে সিটিকে ‘ট্রেবল’ জিতিয়েছেন পেপ গার্দিওলা। এর মধ্য দিয়ে অধরা চ্যাম্পিয়নস ট্রফিও ধরা দিয়েছে। বাকি ছিল শুধু ফিফা ক্লাব বিশ্বকাপ। গত শুক্রবার সেটাও জিতে বৃত্ত পূরণ করে ফেলেছেন।

সিটির হয়ে সব পাওয়ার পর গার্দিওলার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা ট্রফিগুলো ধরে রাখার। তবে সেই সম্ভাবনায় ইংলিশ প্রিমিয়ার লিগে একটু পিছিয়েই আছে সিটি। ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচ ড্র আর সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি। তবে গত রাতে এভারটনের বিপক্ষে ৩-১ ব্যবধানের ঘুরে দাঁড়ানো জয়ে আবারও শীর্ষ চারে উঠে এসেছে।

১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। পাঁচে নেমে যাওয়া টটেনোম হটস্পারের পয়েন্ট ৩৬। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।

ঘরের মাঠ গুডিসন পার্কে কাল ম্যাচের ২৯ মিনিটে জ্যাক হ্যারিসনের গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। প্রথমার্ধে পিছিয়ে পড়াটাই বোধ হয় দ্বিতীয়ার্ধে তাতিয়ে দিয়েছিল সিটিকে। বিরতির পর মাঠে নামার ৮ মিনিটের মধ্যে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল করেন ফিল ফোডেন।

সিটির ঘুরে দাঁড়ানোর শুরুও সেখান থেকে। এরপর এক কর্নারে খুলে যায় আরেকটি গোলের দুয়ার। নাথান আকে কর্নার কিকে বল পাঠান ডি–বক্সে জটলার মধ্যে। বল এভারটন মিডফিল্ডার আমাদু ওনানার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সিটিকে এগিয়ে দেন এক বছরেই ‘সর্বজয়ী’ হুলিয়ান আলভারেজ। শেষ দিকে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা।

এ জয়ের মধ্য দিয়ে একটা রেকর্ডও গড়েছেন গার্দিওলা। এভারটন কোচ শন ডাইচের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ এখন তিনিই। ওয়াটফোর্ড, বার্নলি ঘুরে এভারটনের দায়িত্ব নেওয়া ডাইচের বিপক্ষে ১৭ ম্যাচের ১৬টিতে জিতেছেন গার্দিওলা, অন্যটিতে করেছেন ড্র। এই ১৭ ম্যাচে গোলের অর্ধশতও পূরণ করেছে গার্দিওলার দল। ডাইচের দলের ৬ গোলের বিপরীতে গার্দিওলার সিটি করেছে ৫২ গোল।

ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষ চারে উঠে আসার পর যেন হুংকারই ছুড়েছেন গার্দিওলা। ৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘এ কারণেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বসেরা দল। এখন থেকে বিষয়টি প্রতিদিন মনে করিয়ে দিতে চাই। আমাদের মান বজায় রাখতে হবে। আমরা নিচে নেমে যেতে পারি না।’

ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে সৌদি আরবে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সফল অভিযান শেষে ফেরার পথেই নাকি এভারটনের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন সিটির খেলোয়াড়রা। গার্দিওলা সে কথাও জানিয়েছেন, ‘আমার মনে আছে সৌদি আরব থেকে ফেরার পথে উড়োজাহাজে খেলোয়াড়রা এভারটনকে নিয়ে আলোচনা করছিল। আমি যে ওদের কথা শুনছিলাম, সেটা ওরা জানত না। আলোচনা শোনার পর বললাম, ওয়াও, এটাই আমার দল। আমার মধ্যে এই অনুভূতি জন্মাল যে, ওরা এখনো চেষ্টা চালিয়ে যেতে (শিরোপা ধরে রাখতে) চায়। আসলে শিরোপা ধরে রাখার ক্ষুধা আমাদের অস্থিতে আছে।’

প্রিমিয়ার লিগে রাতের আরেক ম্যাচে জয় পেয়েছে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা চেলসি। নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। এ জয়ে পশ্চিম লন্ডনের ক্লাবটি শীর্ষ দশে উঠে এসেছে। চেলসির পয়েন্ট এখন ২৫। সমান পয়েন্ট উলভারহাম্পটন ও বোর্নমাউথেরও। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় চেলসি তাদের টপকে গেছে।

সম্পর্কিত খবর

সিলেটে পরপর ৫ বার কম্পন :

gmtnews

কিয়েভের কেন্দ্রস্থলে বড়ো ধরনের বিস্ফোরণ

gmtnews

সামনে আসছে শীত: এই উপলক্ষে বুরগি বানানোয় ব্যস্ত বান্দরবানের বমপল্লির বাসিন্দারা

Zayed Nahin

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত