রাজধানীর যমুনা ফিউচার পার্কে নতুন তথ্যসেবা কেন্দ্র চালু করেছে গ্লেনিগেলস গ্লোবাল হসপিটালস। মেডিস্ফেয়ার বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার এই তথ্যকেন্দ্র চালু করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের চেন্নাইয়ে হাসপাতালটির সিইও অলোক খুল্লার ও আইএইচএইচের চিফ সেলস অফিসার এম এস গুরু প্রসাদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অলোক খুল্লার বলেন, ‘নতুন ইনফরমেশন সেন্টার খুলতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে ঢাকার মানুষ আরও সহজভাবে চিকিৎসা তথ্য পাবেন।’
এম এস গুরু প্রসাদ বলেন, ‘এমন সুযোগ করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ।’
গ্লেনিগেলস গ্লোবাল হসপিটালস এশিয়ার নেতৃস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার হাসপাতালটির নেটওয়ার্ক রয়েছে। হাসপাতালটি উচ্চমানের সেবা, অত্যাধুনিক সুবিধা এবং অভিজ্ঞ ও দক্ষ ডাক্তারদের জন্য পরিচিত।