গাজায় আবারও অবিলম্বে যুদ্ধবিরতি চাইলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে আন্তোনিও গুতেরেস এসব কথা বলেন।
দুই সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ‘চরম দুর্ভোগে’ পড়েছে গাজাবাসী উল্লেখ করে গুতেরেস বলেন, হামলা চালিয়ে ও অবরোধ দিয়ে ফিলিস্তিনিদের ‘সম্মিলিতভাবে শাস্তি দেওয়া হচ্ছে’। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুষ্পষ্ট লঙ্ঘন।