সংক্রমন রোধে ১৪ দিনের জন্যে বাংলাদেশ-ভারত সীমান্ত দিএ যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। শুধুমাত্র পণ্যবাহী যানবাহন ব্যাতিত সকল যাতায়াত ও লোকজনের চলাচল বন্ধ থাকবে এই সময়।পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান,”ভারতে যেহেতু করোনা সংক্রমণ বেড়ে গেছে। তাই আমরা চাইছি, স্থলবন্দর ও সীমান্ত থেকে মানুষের যাতায়াত দুই সপ্তাহ বন্ধ রাখার। এই সময়ে মানুষের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলবে।”
মন্ত্রীপরিষদের রবিবার এর সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান কর্মকর্তারা।