অগ্রবর্তী সময়ের ককপিট
করোনা আপডেট বিশ্ব সর্বশেষ

‘ওমিক্রন’ অতি দ্রুত গতিতে ছড়াবে: বাইডেন

‘ওমিক্রন’ অতি দ্রুত গতিতে ছড়াবে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে অতি দ্রুত গতিতে ছড়ানো শুরু করবে এবং তিনি মার্কিন নাগরিকদের টিকা বা বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

যারা এখনো টিকা নেননি এই শীতে তাদের মারাত্মকভাবে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা টিকা নিলে এই মারাত্মক ঝুঁকির হাত থেকে রক্ষা পেতে পারেন।’

তিনি বলেন, মহামারি করোনাসভাইরাস দুঃস্বপ্নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমেরিকার স্নায়ুবিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১ ডিসেম্বর পর্যন্ত নতুন করে দৈনিক গড় আক্রান্তের হার ছিল ৮৬ হাজার। সেখানে ১৪ ডিসেম্বর এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৭ হাজারে। এ সময়ের ব্যবধানে আক্রান্তের হার ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাইডেন বলেন, ‘যারা ইতোমধ্যে ভ্যাকসিনের দুই ডোজ নিয়েছেন তাদের বুস্টার ডোজ এবং যারা এখনো টিকা নেননি তাদের টিকা নিতে হবে।’

এদিকে জি-৭’র স্বাস্থ্যমন্ত্রীরা করোনাবাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এ ভ্যারিয়েন্টকে তারা বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেন।

সম্পর্কিত খবর

আগস্টে জানা যাবে সুন্দরবনের বাঘের সংখ্যা

gmtnews

সিআইএ প্রধানের সঙ্গে তালেবানের গোপন বৈঠক

News Editor

১৬ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা সংকেত

Zayed Nahin

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত