সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঈদুল ফিতর উপলক্ষে গত বৃহস্পতিবার এক উদ্রিতিতে তিনি এই আহ্বান জানান। তিনি আরও বলেন, ” যখন বাংলাদেশসহ সারাবিশ্ব করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত; এমন সময় এই বছরের ঈদুল ফিতর পালিত হচ্ছে।” তিনি এই সময়ে ধনীদের দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।