করোনার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পূর্বেই দেশে আবারও লকডাউন মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। এতে সংকটে পরছে প্রায়ই সকল খাত। সাধারণ সময়ের তুলনায় ঈদে লাভ দ্বিগুণ হলেও বর্তমান অবস্থার কারণে সে আশার কোন আলো নেই। তাছাড়া বড় প্রতিষ্ঠানগুলো সরকারি প্রকল্পের সাহায্যে কিছুটা টিকে রয়েছে। আর অন্যদিকে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন আর দোকান ভাড়া পরিশোধ করা নিয়েই সংকটে আছে। এসকল সমস্যা দূর করতে, “PAP International Ltd.” প্রতিষ্ঠান একটি অভিনব পদ্ধতি নিয়ে এসেছে। যার মাধ্যমে যে কোন প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের সব কিছুই সরাসরি বিক্রি করতে সক্ষম। অভিনব পদ্ধতির নাম হইলো “Virtual Showroom”। এটি একটি শোরুম যেখানে একটি দোকানদার তার দোকানের লাইভ ভিউ সবার মোবাইলএ দেখার সুযোগ করে দিবে। এতে করে যে কেউই সহজ এ তার পছন্দের জিনিস কিনতে পারবে এই ঈদে।
বিস্তারিত জানতে চোখ রাখুনঃ papint.asia