পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ (১৯ জুন) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সোয়া ৭টার (বাদ মাগরিব) দিকে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
সভা শেষে ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৯৭, ০২-৯৫৫৫৯৫১১।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৯ জুন কোরবানির ঈদ ধরে ঈদের তিন দিন ছুটি নির্ধারিত আছে। তবে ঈদের ছুটি একদিন বাড়ানোর কথা আলোচনা চলছে, যা সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত করা হবে।
অন্যদিকে, সৌদি আরবে আগামী ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।