দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় জাতিগত সংঘাতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) দেশটির ওয়েস্ট পাপুয়া প্রদেশের একটি নাইটক্লাবে দুই গ্রুপের সংঘাতে প্রাণহানির এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চীনা বার্তাসংস্থা সিনহুয়া।
ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের পুলিশের মুখপাত্র এবং সিনিয়র কমিশনার অ্যাডাম এরউইন্ডি জাতিগত সংঘাতে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার স্থানীয় মেট্রো টিভিকে তিনি বলেন, ওয়েস্ট পাপুয়ার সোরং শহরে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
একপর্যায়ে সেখানকার একটি নাইটক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।