ইন্দোনেশিয়ায় বুধবার নিখোঁজ হয়ে যাওয়া সাবমেরিনটি ডুবে গেছে বলে ঘোষণা দিয়েছেন সেই দেশের সামরিক বাহিনী। নিখোঁজের ৩ দিন পর এটি নিশ্চিত করেন তারা।
বালি দ্বীপ-এর কাছে সমুদ্রে টর্পেডো মহড়া চালানোর সময় এটি নিখোঁজ হয়ে যায়।
এই বিষয়ে উদ্ধারকর্মী-রা নিশ্চিত হয় যখন তারা সাবমেরিনটির কিছু যন্ত্রাংশ সমুদ্রে ভেসে পান। ধারণা করা হচ্ছে যে, সাবমেরিনটির তেলের ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে সাবমেরিনটি।
উল্লেখ্য যে, নিখোঁজ হওার সময় ডুবোজাহাজটিতে ৫৩ জন অবস্থান করছিলো। জাহাজটি-তে ৩ দিনের অক্সিজেন ছিল।