বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১২ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ৪৯০ খ্রিষ্টপূর্বাব্দ। আক্রমণ চালিয়ে পারস্যের দখল নেয় গ্রিস। এ জয়ের সংবাদ পৌঁছে দিতে সেই সময়কার গ্রিক ক্যাম্পের সেরা দৌড়বিদ ম্যারাথন থেকে টানা দৌড়ে এথেন্সে যান। ম্যারাথন থেকে এথেন্সের দূরত্ব ৪১ কিলোমিটার। এই একটানা দৌড় থেকেই আধুনিক ম্যারাথন প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে
source: prothom alo