ইউক্রেনে ছড়িয়ে পড়া উত্তেজনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার পরই কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মার্কিন প্রতিপক্ষ জো বাইডেনের মধ্যে বৈঠক সম্ভব। মঙ্গলবার হোয়াইট হাউসের যোগাযোগ বিষয়ক পরিচালক কেট বেডিংফিল্ড সাংবাদিকদের এ কথা বলেন। খবর তাস’র।
এ পরিচালক বলেন, ‘বাইডেন গতকাল বলেছেন যে তিনি আবারো প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠকের ব্যাপারে বা তার সাথে কথা বলতে আগ্রহী।’
‘প্রেসিডেন্ট বাইডেন্ট ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আলোচনার জন্য আমি কোন পূর্বশর্ত জুড়ে দিচ্ছি না। তবে এ বৈঠকের ক্ষেত্রে আমরা একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছি এবং প্রেসিডেন্ট বাইডেন অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে উত্তেজনা হ্রাসে রাশিয়ার এগিয়ে আসা প্রয়োজন এবং কূটনীতির ব্যাপারে সুস্পষ্ট ও সত্যিকার প্রতিশ্রুতি দিতে হবে।’
সোমবার বাইডেন বলেন, পুতিনের সাথে নতুন করে ব্যক্তিগত বৈঠক সম্ভব। তিনি আরো বলেন, এ ধরনের আলোচনার সম্ভাবনা তাদের কর্মসূচির ওপর নির্ভর করবে।