30 C
Dhaka
April 4, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বিনোদন বিশ্ব সর্বশেষ

আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয় বাটলারের

বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হলো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানিস্তানের কাছে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৬৯ রানে হেরে গেছে ইংলিশরা। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেলেও, তৃতীয় ম্যাচে এসে রীতিমতো অঘটনের শিকার হলো তারা।

ব্যাটিং–বোলিং দুই বিভাগেই আফগানদের কাছে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। এই হারের পর নিজের হতাশা গোপন করেননি ইংলিশ অধিনায়ক জস বাটলার। বলেছেন, ম্যাচে আফগানিস্তান তাঁদের রীতিমতো উড়িয়ে দিয়েছে। পাশাপাশি দ্রুত আরও শক্তিশালী হয়ে ফিরে আসার কথাও বলেছেন বাটলার।

দিল্লিতে টস জিতে বোলিংয়ের শক্তিতে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু শুরু থেকেই পাল্টা আক্রমণে ইংলিশদের ওপর চড়াও হন আফগান ওপেনাররা। উদ্বোধনী জুটিতে ১০০ বলের মধ্যেই ১১৪ রান তুলে ফেলেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। মূলত সেখানেই ম্যাচের রূপ বদলে গেছে বলে মনে করছেন বাটলার।

ম্যাচ শেষে হতাশ ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘টস জেতার পর এত রান দেওয়াটা হতাশার। প্রথম বলটা লেগ সাইডের অনেক বাইরে করাটা ম্যাচের সুর নষ্ট করেছে। আফগানিস্তানকে কৃতিত্ব দিতে হবে। তারা আজ আমাদের উড়িয়ে দিয়েছে। পরিকল্পনা বাস্তবায়নে ব্যাটে–বলে আমরা যেমনটা করি, তা করতে পারিনি। তাদের দারুণ কিছু বোলার আছে। শিশিরও ততটা ভূমিকা পালন করেনি, যতটা আমরা ভেবেছিলাম।’

তবে এই পরাজয়ে ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয়ের কথাও বলেছেন বাটলার, ‘তারা স্টাম্প লক্ষ্য করে বল করেছে। আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আপনাকে এই পরাজয়ের আঘাতটা নিতে হবে। এত দ্রুত বাড়তি চিন্তা করা উচিত হবে না। কোথায় আমাদের উন্নতি করতে হবে, সেটা বের করা জরুরি। আমাদের এখন দৃঢ়তা দেখাতে হবে এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। দলের খেলোয়াড়দের চাপের মধ্যে পারফর্ম করা দরকার এবং আমরা সেটা নিয়েই কাজ করব।’

সম্পর্কিত খবর

রাশিয়া–ইউক্রেন: দুটি দলের বৃহত্তর যুদ্ধ

Hamid Ramim

ব্রাজিলকে রুখে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডর

News Editor

মোংলায় ছয় হাজার বস্তা সরকারি চালসহ বাল্কহেড ডুবি

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত