করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লকডাউন আরও বাড়ানোর বিষয়ে আলোচনা শুরু হয়েছে।গত ১৪-ই এপ্রিল লকডাউন শুরু হওার পর থেকে মোট আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যুর হার প্রায় একই রয়ে গেছে।
এমতাবস্থায় লকডাউন আরও বাড়ানোর জোর আলোচনা চলছে।
১৪-ই এপ্রিল দ্বিতীয় দফায় লকডাউন শুরুর ঘোষণার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন ‘আপাতত’ এক সপ্তাহের লকডাউন দেওয়া হচ্ছে। এই কথা থেকেই লকডাউন বাড়ানোর আভাস মেলে।করোনা মহামারি বিষয়ে গঠিত জাতীয় কমিটি কমপক্ষে দুই সপ্তাহের লকডাউনের পক্ষে সুপারিশ করেন। স্বাস্থ্যমন্ত্রীও দু’সপ্তাহের জন্য লকডাউনের পক্ষে মত দেন।
মন্ত্রীপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে বলা হয়, আগামী ২১ তারিখ চলমান লকডাউন শেষ হওার পূর্বেই পরিস্থিতি বিবেচনায় লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসতে পারে। তবে এই বিষয়ে এখনি আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয় নি।
উল্লেখ্য যে, চলমান লকডাউন-এ অফিস-আদালতের কার্যক্রম ও গণপরিবহনের চলাচল বন্ধ রয়েছে। সেই সাথে মানুষের চলাচলে রয়েছে কঠোর বিধি-নিষেধ।