বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রকাশিত একটি সতর্কবার্তায় জানানো হয়, ” শনিবারের মধ্যেই উত্তর আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
আবহাওয়াবিদ মোহাম্মদ আফতাবউদ্দিন এর ভাষ্য অনুযায়ী ” আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। আজকের মধ্যেই সেখানে একটি লঘুচাপ তৈরি হবে বলে আমরা ধারণা করছি। এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”