তালেবান আফগানিস্তানের প্রায় অর্ধেক জেলা সদর নিয়ন্ত্রণ করছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন। এর মাধ্যমে তিনি দেশটির দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির ইঙ্গিত দিয়েছেন বলে মন্তব্য বার্তা সংস্থা রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ জেনারেল মার্ক মিলি বলেছেন, ‘এখনো কোনো প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে না গেলেও এগুলোর সীমানায় তারা চাপ বাড়াচ্ছে।’
জেনারেল মার্ক মিলি জানিয়েছেন, আফগানিস্তানের ৪১৯টি জেলা সদরের মধ্যে দুই শতাধিক তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
গত মাসে তিনি তালেবান ৮১টি জেলা সদর নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছিলেন।
বিদ্রোহী গোষ্ঠীটি এখনও কোনো প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিতে না পারলেও এসব শহরের অর্ধেকের শহরতলীতে চাপ সৃষ্টি করে যাচ্ছে বলে জানিয়েছেন মিলি।
এর জাবাবে, আফগান সরকারি বাহিনী তাদের অবস্থান দৃঢ় করে রাজধানীর নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। আর ঈদুল আজহার ছুটির পর ধাপে ধাপে হামলার সংখ্যা বাড়াতে পারে সরকারি বাহিনী।
এছাড়া দোহায় আফগান-তালেবান আলোচনায় যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিতে পারেনি দুই পক্ষ। এরপরই ১৫টি কূটনৈতিক মিশন ও আফগানিস্তানে ন্যাটোর প্রতিনিধি তালেবানদের প্রতি আক্রমণ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি বাহিনীগুলো আফগানিস্তান থেকে প্রত্যাহার সম্পন্ন করার পরপরই বিভিন্ন জেলা ও সীমান্ত ক্রসিংগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের হামলা শুরু করে তালেবান। এতে দেশটির প্রদেশগুলোতে লড়াই ছড়িয়ে পড়ে আর দেশজুড়ে নিরাপত্তাহীনতা বাড়তে শুরু করে।
2 সকল মন্তব্য
[…] আফগানিস্তানের অর্ধেক জেলা সদর নিয়ন্ত… […]
[…] পর্যায়ের একটি তালেবান প্রতিনিধিদল বেইজিং কর্মকর্তাদের […]