করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ থেকে দেশজুড়ে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হয়েছে। এই সময় থেকে গণপরিবহন ও শপিংমল বন্ধ রেখে এবং অফিস-আদালতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে সীমিত পরিসরে চালু রাখা হয়েছে।
এই লকডাউনে সকল ধরণের শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকার কথা উল্লেখ করে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।
এই বিধিনিষেধের মধ্যে খাবারের দোকান, হোটেল-রেস্তোরা সকাল ৮ট থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। তবে এসময় হোটেলে বসে খাওয়া যাবে না।