মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন, এরপর ১৮ জুনের মধ্যে চূড়ান্ত যাচাইবাছাই সম্পন্ন হবে।
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন। সাংসদ ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।
আজ বৃহস্পতিবার (১ জুন) নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন, এরপর ১৮ জুনের মধ্যে চূড়ান্ত যাচাইবাছাই সম্পন্ন হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।