ব্রিটেনের ‘Engineered Arts’ নামক একটি কোম্পানি ‘University of Oxford’ এর সাথে কাজ করার মাধ্যমে তৈরি করেছে অভিনব রোবট যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও এলগোরিদম ব্যাবহার করে নানা ধরণের চিত্রশিল্প তৈরি করতে সক্ষম।
আই-ডা বিশ্বের সর্বপ্রথম রোবট চিত্রশিল্পী। রোবটটি নিজে থেকে নানা ধরণের অনন্য চিত্র তৈরি করতে সক্ষম। পূর্বের অন্য কোন রোবট এ ধরণের অনন্য চিত্র তৈরি করতে সক্ষম ছিল না। এটি আমাদের বিজ্ঞান জগতের জন্যে এক নতুন মাত্রা নিয়ে এল।