‘গ্রেটেস্ট শো অন আর্থ’—অলিম্পিক গেমস পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া আসর, খেলাধুলা নিয়ে সবচেয়ে বড় আয়োজনও। আর এ আয়োজন সফল করাকে জাতীয় গৌরবের প্রতীক হিসেবে ধরা হয়। অলিম্পিক আয়োজন করে সারা দুনিয়াকে দেখিয়ে দেওয়া যায়, নিজ দেশের সামর্থ্য। প্যারিসে অলিম্পিক আয়োজন করে ফ্রান্সও গর্বিত। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, এবারের অলিম্পিক আয়োজন তাঁর দেশের সত্যিকারের পরিচয় বিশ্বদরবারে তুলে ধরেছে। তিনি এবারের অলিম্পিককে ‘সফল এক আয়োজন’ বলেছেন।
পরশু অলিম্পিক শেষে এখন দেশটি ফিরে যাবে স্বাভাবিক জীবনযাত্রায়। ব্যাপারটা যেন একটু মনই খারাপ করে দিচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্টের। এলিসি প্রাসাদে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সেই মনোভাবই তুলে ধরেছেন, ‘অলিম্পিক শেষ। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব। কিন্তু আমাদের যে ফিরতে ইচ্ছা করছে না।’