অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বাংলাদেশ বিনোদন সর্বশেষ

অধিনায়ক নাজমুলের প্রেরণা সাকিব-ধোনি

প্রশ্নটার উত্তর হয়তো গুছিয়েই রেখেছিলেন নাজমুল হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটা দিয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই বাঁহাতি ব্যাটসম্যানের। এর আগে তিনি বিসিবি হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। তবে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার রোমাঞ্চের সঙ্গে তো আর অন্য কিছুর তুলনা হয় না। প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে আসার পর তাই সেই অনুভূতি নিয়েও কথা বলতে হলো নাজমুলকে। এক ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক হলেও নাজমুলের সেই রোমাঞ্চের কমতি নেই, ‘ক্রিকেট খেলোয়াড় হিসেবে আমার জন্য এটা অনেক গর্বের ব্যাপার। আমার পরিবারের সদস্য, তাদের জন্যও অনেক গর্বের ব্যাপার। আলহামদুল্লিলাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগটা দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি কালকের দিনটা উপভোগ করব।’

ভাগ্যও নাজমুলের পক্ষে ছিল। লিটন দাস না থাকায় শেষ ম্যাচের জন্য নতুন একজন অধিনায়কও নির্বাচন করতে হতো বিসিবিকে। এ আলোচনায় ছিল দুটি নাম—মেহেদী হাসান মিরাজ ও নাজমুল। দুজনের মধ্যে মিরাজই এগিয়ে ছিলেন। কিন্তু পায়ে হালকা চোট থাকায় কাল মিরাজের খেলা নিয়েই সংশয় আছে। মিরাজকে নিয়ে তাই ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। অধিনায়কত্বের দায়িত্বটা তাই তুলে দেওয়া হয় নাজমুলের হাতে।

নাজমুলের ক্যারিয়ারের শুরুটাও হয়েছে এই নিউজিল্যান্ডের বিপক্ষে, ওদের মাটিতে, এমনই এক জরুরী পরিস্থিতিতে। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে মূল স্কোয়াডের সঙ্গে নাজমুল গিয়েছিলেন বাকি সবার সঙ্গে থেকে অভ্যস্ত হতে। কিন্তু চোট-আঘাতে মূল স্কোয়াডের এমন অবস্থা হয়ে যায়, সেই নাজমুলকেই শেষ পর্যন্ত টেস্ট ক্যাপ পেয়ে যান। সেখান থেকে অনেক উত্থানপতনের পর সেই নাজমুলই এখন বাংলাদেশের অধিনায়ক।

আন্তর্জাতিক ক্রিকেটে ভালোমন্দ মেশানো এই যাত্রাকে নাজমুল অবশ্য উপভোগই করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এই যাত্রা নিয়ে নাজমুল বললেন, ‘জার্নির কথা যদি বলি, শুরু থেকে খুবই ভালো যাচ্ছে। এখনও অনেক দূর যাওয়া বাকি। ভালো সময় বলেন বা খারাপ সময় বলেন, উপভোগ করেছি। প্রত্যেকটা সময় উপভোগ করেছি।’

ভবিষ্যতে যদি দীর্ঘমেয়াদে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসে, সেটাও নিতে চান নাজমুল, ‘ভবিষ্যতে যদি সুযোগ আসে দেশকে নেতৃত্ব দেওয়ার, অবশ্যই ওটা করার চেষ্টা করব। এটা আসলে প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন, যে দেশের প্রতিনিধিত্ব করবে। ভবিষ্যতে যদি আবার সুযোগ আসে, আবার ভালোভাবে করার চেষ্টা করব।’

অধিনায়ক হিসেবে অনুপ্রেরণা কে, এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের নামটাই প্রথমে বললেন। সঙ্গে বলেছেন ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামও, ‘আমার সব সময়ের পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। যদি অধিনায়ক হিসেবে বলেন মহেন্দ্র সিং ধোনিকে দেখেছি আমরা। তাঁকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন বা উনার প্ল্যানিং বা প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুব উপভোগ করি। বিপিএলে তাঁর সঙ্গে খেলার সুযোগ হয়েছিল। তখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করব যতটুকু অভিজ্ঞতা আছে, যে জিনিসগুলো বড় ভাইয়ের কাছ থেকে শিখেছি, সেই জিনিসগুলো কাজে লাগানোর।’

সম্পর্কিত খবর

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছে টাইগাররা

gmtnews

দেশের সমৃদ্ধি যাদের পছন্দ হয় না, তারাই বিভ্রান্তি ও অপপ্রচার চালায়: তথ্যমন্ত্রী

gmtnews

আ. লীগই ভোটে জিতবে : লন্ডনে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত