অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

৯৪৪ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরে হচ্ছে টার্মিনাল

ঢাকা: পায়রা সমুদ্রবন্দরে প্রথম টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৪৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকা।

এই টার্মিনাল নির্মাণে সিআরপিজি ও সিসিইসিসিকে যৌথভাবে কাজের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।  

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, এদিন বৈঠকে মোট ১২টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে একটি প্রস্তাব টেবিলে উপস্থাপিত হয়। সবকটি প্রস্তাবেই কমিটি অনুমোদন দিয়েছে।  

তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পায়রা বন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি ৯৪৩ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৪৯ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এই কাজ পেয়েছে সিআরপিজি অ্যান্ড সিসিইসিসি।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সময়োচিত সিদ্ধান্তেই দেশের অর্থনীতি গতিশীল রয়েছে: স্পিকার

gmtnews

ক্লাসেনকে কীভাবে সামলাবেন বাংলাদেশ

Shopnamoy Pronoy

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ৫ জন নিহত

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত