33 C
Dhaka
April 4, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
বাংলাদেশ সর্বশেষ

৭ গোল দিয়ে নেশনস লিগে সবচেয়ে বড় জয় জার্মানির

কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করে রাখায় চিন্তার কোনো কারণ ছিল না। নির্ভার জার্মানির কতটা ভয়ঙ্কর হতে পারে, তা এবার টের পেল বসনিয়া এন্ড হার্জেগোভিনা।

ঘরের মাঠ ইউরোপা-পার্ক স্টাদিওনে ৭-০ গোলের জয় পায় জার্মানি। উয়েফা নেশনস লিগের ইতিহাসে যা সবচেয়ে বড় জয়ের রেকর্ড। জোড়া গোল করেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভাইর্টজ।

দ্বিতীয় মিনিটে গোলের শুরুটা হয় জামাল মুসিয়ালার মাধ্যমে। অধিনায়ক ইয়োশুয়া কিমিখের জোগান দেওয়া বলে হেড দিয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এরপর প্রথমার্ধে আরও দুটি গোল এনে দেন ক্লাইনডিন্সট ও কাই হাভার্টজ।

বিরতি শেষে ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে চতুর্থ গোলটি করেন ভাইর্টজ। সাত মিনিট পর দ্বিতীয়বার স্কোরশিটে নাম লেখান তিনি। ম্যাচের স্কোরলাইন ৬-০ হয় ৬৬ মিনিটে লেরয় সানের গোলে। আর ক্লেইনডিয়েনস্ট ৭-০ করেন ৭৯তম মিনিটে।

ম্যাচশেষে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান বলেন, ‘ম্যাচে আমাদের কেউ চোটে পড়েনি। আমাদের প্রতি আক্রমণও ছিল অসাধারণ মানের। আর রক্ষণে পড়ে থাকে এমন দলের বিপক্ষের ৭ গোলও বলার মতো অর্জন। ’

এক ম্যাচ বাকি থাকলেও এ৩ গ্রুপে জার্মানির শীর্ষে থাকা নিশ্চিত। ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে তারা। পাঁচ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে নেদারল্যান্ডস।

সম্পর্কিত খবর

পাকিস্তানের ক্রিকেট পরিচালক জানেন শ্রীলঙ্কার ‘ভেতরের খবর’

Shopnamoy Pronoy

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন চালু, ৩ জেলায় সতর্কতা জারি

gmtnews

১০ ডিসেম্বর আ.লীগের নেতা-কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে পাহারায় থাকবে: তথ্যমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত