অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা বাংলাদেশ সর্বশেষ

শান্তর মতে, হারলেও ইংল্যান্ড ম্যাচ থেকে অনেককিছু পাওয়ার আছে

এক ম্যাচে হার, আরেকটিতে জয়। বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি পর্বটা খারাপ হয়েছে, তা বলা যাবে না। সবচেয়ে স্বস্তির বিষয়, টপ অর্ডারের রানে ফেরা। দু'ম্যাচেই নিজের পটেনশিয়াল দেখিয়েছেন তানজিদ তামিম। মেহেদী মিরাজ প্রস্তুত যে কোনো পজিশনে ব্যাট করতে। এসবকেই ইতিবাচক হিসেবে দেখছেন, দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা নাজমুল শান্ত। সঙ্গে আলাদা করে প্রশংসা করেছেন পেস ডিপার্টমেন্টের। আফগানিস্তান ম্যাচের আগে যা দলের আত্মবিশ্বাস বাড়াবে।
বিশ্বকাপে যাবার আগে রীতিমতো ঝড় বয়ে গেছে বাংলাদেশ দলটার উপর। কিন্তু ভারতে পা রেখে পরিস্থিতি এখন অনেকটাই অনুকূলে। মাঠের ইতিবাচক পারফরম্যান্সের সঙ্গে তা আরও ভালো হবে নিশ্চিতভাবেই বলা যায়।গুয়াহাটিতে দুই প্রস্তুতি ম্যাচের একটিতে করে জয়-হার। শ্রীলঙ্কা ম্যাচে জয়টা সহজ হলেও, বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভুগতে হয়েছে কিছুটা। তবে স্বস্তি বলা যেতে পারে ওপেনিং নিয়ে। থ্রি লায়নদের বিপক্ষে লিটনের আউট কতটা যৌক্তিক তা নিয়ে উঠেছে প্রশ্ন। আম্পায়ার আর একটু সতর্ক হলে হয়তো ইনিংসটা বড় করতে পারতেন লিটন। তবে আশা দেখাচ্ছেন তানজিদ তামিম। টানা দ্বিতীয় ম্যাচে খেলেছেন মারকুটে ইনিংস।

মেহেদী মিরাজেও আস্থা খুঁজতে পারবে টিম ম্যানেজম্যান্ট। দুই প্রস্তুতি ম্যাচে ফিফটি হাঁকিয়ে, ব্যাটিং অর্ডারে প্রোমোশনের দাবিটা দিন দিন জোরালো করছেন। তার ব্যাটে রান পাওয়াটা দলের জন্যও ইতিবাচক হিসেবেই দেখছেন শান্ত। ম্যাচ শেষে নাজমুল শান্ত বলেন, 'মেহেদী অসাধারণ খেলছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের, মেহেদী যে কোনো পজিশনে ব্যাট করতে পারে। যেটা এই টুর্নামেন্টে আমাদের সাহায্য করবে।'


অ্যালান ডোনাল্ডের সান্নিধ্যে টাইগার পেস অ্যাটাক এখন যে কোনো দলের সমীহ আদায় করে নেয়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেসাররা খরুচে হলেও, ফিজ-তাসকিন-সাকিবদের বোলিংয়ে ভুগতেও হয়েছে থ্রি লায়ন ব্যাটারদের।


আলাদা করে বলতে হয় মোস্তাফিজের কথা। নতুন বলে কতটা ভয়ংকর হতে পারেন তা দেখা গেলো ইংল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে দুই ওয়ানডেতে নতুন বলে দলকে কাঙ্খিত ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মোস্তাফিজ। সেই ধারা ছিলো গুয়াহাটিতেও। দারুণ সিম মুভমেন্টে প্রথম স্পেলে ইংলিশ ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছেন ফিজ। আবার বাজে বলে রানও দিয়েছেন।

দাউদ মালানকে করা প্রথম বলটা ছিলো শর্ট অব লেন্থে। যা বাউন্ডারিতে পাঠান। তবে পরের বলটা অনেকটাই ফুলার। সঙ্গে সিম মুভমেন্ট। ফলাফল প্রথম স্লিপে ক্যাচ। নিজের তৃতীয় ওভারের প্রথম বলেই বেয়ারস্টোকে বোল্ড করেন আনপ্লেয়েবল এক ইয়োর্কারে। হ্যারি ব্রুকও উইকেটটা প্রায় বিলিয়েই দিয়েছিলেন। হাসান ওভার প্রতি প্রায় ১০ রান দিলেও ব্রুককে আউট করেছেন একটা ড্রিম ডেলিভারিতে। তাই তো হারলেও, ম্যাচ শেষে শান্ত সতীর্থদের ভাসিয়েছেন প্রশংসায়।

নাজমুল শান্ত বলেন, ‘আমাদের জন্য এটা খুব ভালো একটা ম্যাচ ছিলো। সবার প্রস্তুতি খুব ভালো হয়েছে। বিশেষ করে আমাদের ফাস্ট বোলারদের কথা বলতে হয়। ওরা দারুণ বোলিং করেছে। প্রথম ম্যাচে এটা আমাদের সাহায্য করবে।’

গুয়াহাটি থেকে বাংলাদেশ দলের গন্তব্য এখন ধর্মাশালা। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
 


সম্পর্কিত খবর

ভবিষ্যতের ধকল মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আবশ্যক: প্রধানমন্ত্রী

gmtnews

ইউএসএআইডির প্রধানের সঙ্গে আলাপ ড. ইউনূসের, সহায়তা নিয়ে আলোচনা

gmtnews

আমরা ম্যাচের শুরুতেই হেরে গেছি : সাকিব

Zayed Nahin

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত