অগ্রবর্তী সময়ের ককপিট
বিশ্ব সর্বশেষ

রেকর্ড তহবিল সংগ্রহ কমলার

নির্বাচনী প্রচার তহবিলের জন্য এক মাসে ৫৪ কোটি ডলার সংগ্রহ করার কথা জানিয়েছে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রচার দল। স্থানীয় সময় গত রোববার কমলার প্রচার দল এ কথা জানিয়েছে। নির্বাচনী প্রচারের জন্য এক মাসে এত অর্থ সংগ্রহ যুক্তরাষ্ট্রের যেকোনো নির্বাচনের ইতিহাসে রেকর্ড।

গত ২১ জুলাই ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে আকস্মিক সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর কমলার প্রচার দল ৫৪ কোটি ডলার নির্বাচনী তহবিল সংগ্রহ করে যা চোখ ছানাবড়া হওয়ার মতো।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ ১০ সপ্তাহের লড়াইয়ে এখন মাঠ চষে বেড়াচ্ছেন কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বাইডেনের সরে যাওয়ার সময়ই নির্বাচনী প্রচার শুরু করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আগস্টের শুরুর দিকে প্রায় ৩৩ কোটি ডলার তহবিল সংগ্রহের কথা জানিয়েছিল তাঁর প্রচার দল।

গত বৃহস্পতিবার ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন কমলা হ্যারিস। এর কিছুক্ষণ আগেই তাঁর প্রচার দলের চেয়ারপারসন জেন ও’ম্যালি ডিলন এক নথিতে বলেন, ‘আমরা দাপ্তরিকভাবে ৫০ কোটি ডলার তহবিল সংগ্রহের সীমা পার হয়ে গেছি।’

ডিলন আরও বলেন, ‘জাতীয় সম্মেলনে কমলার বক্তব্য দেওয়ার পর তহবিল সংগ্রহে আমরা আমাদের সবচেয়ে ভালো সময় দেখতে পাই। তহবিল সংগ্রহ শুরুর এক মাসেই ৫৪ কোটি ডলার সংগ্রহ করে কমলা-টিম ওলাজের (রানিং মেট) প্রচার দল। এটি যুক্তরাষ্ট্রের যেকোনো নির্বাচনের ইতিহাসে রেকর্ড।’

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রকে ২০ লাখ ব্যারেল ডিজেল দিচ্ছে রাশিয়া

gmtnews

টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

Zayed Nahin

ড. ইউনূসকে স্বাগত জানালেন ব্লিঙ্কেন, একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত