অগ্রবর্তী সময়ের ককপিট
খেলা ফুটবল সর্বশেষ

মেসি কি মায়ামির হয়ে ফাইনালে খেলবেন

লিওনেল মেসির হাত ধরেই নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। লিগস কাপে দারুণ খেলে চ্যাম্পিয়ন হয় ফ্লোরিডার দলটি।

এরপর মেসির হাত আরেকটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ইউএস ওপেন কাপের ফাইনালে মায়ামি মুখোমুখি হবে হিউস্টন ডায়নামোর।তবে এই ম্যাচের আগে খানিকটা অস্বস্তিই আছে মায়ামি সমর্থকদের মধ্যে। অস্বস্তিটা আবার মেসিকে ঘিরেই। চোট ও ক্লান্তির ধকলে থাকা মেসির এই ফাইনাল খেলা এখনো নিশ্চিত নয়। এর আগে মেসির জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকার কথা বলেছিলেন কোচ জেরার্দো টাটা মার্তিনো।মেসির চোটের শুরুটা ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থেকে। সেদিন পুরো ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা। বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচে নামতে পারেননি মাঠে। মায়ামিতে ফেরার পর বিশ্রামে ছিলেন আটলান্টার বিপক্ষে ম্যাচেও। এরপর টরন্টোর বিপক্ষে ম্যাচে মাঠে নামার ৩৬ মিনিটের মাথায় অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। সে সময় তাঁকে বেশ ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। খেলতে পারেননি অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচেও।এখন মেসির সামনে আরেকটি শিরোপা জয়ের হাতছানি। কিন্তু গুরুত্বপূর্ণ এই ফাইনালে মেসিকে না পাওয়া মায়ামির জন্য বড় ধাক্কা হবে। তাঁকে ছাড়া ইন্টার মায়ামি যে এখনো নড়বড়ে দল, সে ইঙ্গিতও সাম্প্রতিক সময়ে পাওয়া গেছে। তাই মেসিকে খেলাতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন কোচ মার্তিনো।এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মেসির ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী ইন্টার মায়ামি কর্তৃপক্ষ। তবে এটাও ঠিক যে মেসি যদি খেলেনও, তিনি তখন শতভাগ ফিট থাকবেন না। সব মিলিয়ে বেশ চাপেই আছেন মার্তিনো। মেসিকে খেলালেও পুরো ৯০ মিনিট হয়তো তাঁর সেবা পাবেন না। এমনকি ম্যাচের শুরুতে হয়তো বেঞ্চেও দেখা যেতে পারে। পরের দিকে ম্যাচের পরিস্থিতি বিবেচনা করেই মাঠে নামানো হবে।এর আগে মেসিকে ফাইনালে খেলানো নিয়ে মায়ামি কোচ মার্তিনো বলেছিলেন, ‘প্রতিদিন আলাদাভাবে দেখছি। আমি তার সঙ্গে কথা বলব, জানব সে কেমন অনুভব করছে। এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে সেরা সিদ্ধান্তটি নেওয়ার আগে আমি অপেক্ষা করব।’

সম্পর্কিত খবর

রোমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষা

Zayed Nahin

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

gmtnews

২০২৩-এর আহমেদাবাদে ২০১৯-এর লর্ডসের স্মৃতি

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত