30 C
Dhaka
March 14, 2025
অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

মেলবোর্ন টেস্ট: আম্পায়ার লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি

ক্রিকেটে অনেক বিচিত্র কারণেই খেলা শুরু হতে দেরি দেখা গেছে। আম্পায়ার লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হওয়া—এটা বোধ হয় নবতম সংযোজন! মেলবোর্ন টেস্টে আজ তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে দেরি হয়েছে ঠিক এ কারণেই!

পাকিস্তান প্রথম ইনিংসে ২৬৪ রানে অলআউট হওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬ রান নিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিরতি শেষে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা মাঠে নামলেও খেলা শুরু হতে দেরি হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ এই ম্যাচের লাইভ ধারা বিবরণীতে জানিয়েছে, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়ায় খেলা শুরু হতে দেরি হচ্ছে। ইলিংওয়ার্থ সময়মতো তৃতীয় আম্পায়ারের কামরায় গিয়ে বসতে পারেননি। অগত্যা রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপিকে বাউন্ডারি লাইন থেকে দৌড়ে গিয়ে তৃতীয় আম্পায়ারের কামরায় বসতে হয়েছে। এরপর খেলা শুরু হয়। ততক্ষণে খেলা শুরু হওয়ার নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এই ম্যাচের লাইভ ধারা বিবরণীতে জানিয়েছে, আম্পায়ারদের মাধ্যমে খেলোয়াড়দের জানানো হয় যে খেলা শুরু হতে দেরি হবে। ইলিংওয়ার্থ কিছুক্ষণ পর অবশ্য লিফট থেকে বের হতে পেরেছেন। তৃতীয় আম্পায়ারের দায়িত্বেও ফিরে আসেন। সংবাদমাধ্যম ক্রিকেট ডট কম এইউয়ের ‘এক্স’ হ্যান্ডলে প্রকাশ করা ভিডিওতে ইলিংওয়ার্থকে নিজের চেয়ারে বসতে দেখা গেছে।

ইলিংওয়ার্থ যে লিফটে আটকা পড়েছিলেন সেটি নিয়ে ফক্স ক্রিকেটকে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘এটা ধীরগতির লিফট। আমরা ব্যবহার করি। যেটার কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে আমি জানি।’

মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনের খেলায় হুটহাট বিরতি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মার্ক ওয়াহ ও ইয়ান স্মিথ। নাইন নিউজ জানিয়েছে, দিনের খেলা শুরুর ২৫ মিনিটের মাথায় পাকিস্তানের আমের জামাল কাঁধে বলের আঘাত পাওয়ার পর তাঁর জন্য প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অন্য প্রান্তে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ানের জন্য ড্রিংকস নিয়ে যাওয়া হয় মাঠে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্য দেওয়া ইয়ান স্মিথ ফক্স ক্রিকেটকে বলেছেন, ‘বুঝতে পারছি না কেন ড্রিংকস নিয়ে যাওয়া হলো। খেলা শুরুর পর মাত্র ২৫ মিনিট সময় কেটেছে।’

রিজওয়ানের জন্য ড্রিংকস নিয়ে যাওয়ার পর খেলা বেশ কয়েক মিনিট বন্ধ ছিল। বিরক্ত স্মিথ আরও বলেছেন, ‘পাকিস্তানি ব্যাটসম্যানদের (সেবায়) তিনজন আছেন (মাঠে)। এখন অস্ট্রেলিয়ানরাও ড্রিংকসের বিরতি নিচ্ছে। এদিকে মাত্র ২৫ মিনিট খেলা হয়েছে এবং প্রায় ২৫ হাজার দর্শক নিজের আসনে বসে ভাবছেন খেলা কেন চলছে না? হালকা বৃষ্টিও শুরু হয়েছে।’

অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মার্ক ওয়াহও এ সময় স্মিথের সঙ্গে একমত হয়ে বিরক্তি প্রকাশ করেন, ‘এটা অদ্ভুত! (কাঁধে) বল লাগার জন্য আপনি খেলা থামাতে পারেন না।’

মেলবোর্নে হালকা বৃষ্টির কারণে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে প্রায় ১৫ মিনিট দেরি হয়। দ্বিতীয় দিনে বাজে আবহাওয়ার জন্য প্রায় ১২ ওভারের খেলা হয়নি। আর প্রথম দিনে বাজে আবহাওয়ার জন্য খেলার জন্য নির্ধারিত তিন ভাগের প্রায় এক ভাগ সময়ই নষ্ট হয়, প্রথম দিনে ৬৬ ওভারের খেলা হয়েছে।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪৬ রান তুলেছে অস্ট্রেলিয়া। ১০০ রানের লিড নিয়েছে প্যাট কামিন্সের দল। ব্যাট করছিলেন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ।

সম্পর্কিত খবর

ব্যাটিংয়ে মিরাজ-তানজিদ, বোলিংয়ে পাওয়া ইংল্যান্ডের ৬ উইকেট

Shopnamoy Pronoy

আফগানিস্তানের অর্ধেক জেলা সদর নিয়ন্ত্রণ করছে তালেবান

News Editor

আইসিপিডি৩০ গ্লোবাল ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

gmtnews

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত