অগ্রবর্তী সময়ের ককপিট
ক্রিকেট খেলা সর্বশেষ

ভারত ম্যাচ নিয়ে ‘বাড়তি চাপ’ নেই পাকিস্তানের

পারফরম্যান্সেও একজন ছাড়িয়ে যাচ্ছেন অন্যজনকে। বাবর আজমের সঙ্গে বিরাট কোহলির দ্বৈরথের খবরও এখন আসছে নিয়মিতই। ভারতের সঙ্গে পাকিস্তান ম্যাচের আগে সেটি আসছে আরও বেশি করে।

 

শনিবার এশিয়া কাপে মাঠে নামবে দু দল। এর আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সংবাদ সম্মেলনেও আসে কোহলির সঙ্গে তার দ্বৈরথ নিয়ে প্রশ্ন। কিন্তু ওয়ানডে ব্যাটারদের র্যাংকিংয়ে এক নম্বরে থাকা এই ব্যাটার বলছেন, কোহলির জন্য তার কেবল সম্মানই আছে।

তিনি বলেন, ‘বিরাট কোহলির জন্য আমার কেবল সম্মানই আছে। সে আমার বড় আর আমি সবসময়ই তাকে সম্মান করি। যখন আমি খেলা শুরু করেছি, তখন তার সঙ্গে কথা বলেছি আর সাহায্য পেয়েছি। আমি জানি না বাইরের মানুষরা কী নিয়ে কথা বলছে আর সেসব ছড়িয়ে দিচ্ছে। ’

ভারত-পাকিস্তান অনেকটা ঐতিহ্যের লড়াইও বটে। দুই দলের মধ্যে রাজনৈতিক বৈরিতায় অনেকদিন ধরেই হচ্ছে না দ্বিপক্ষীয় সিরিজ। পুরো পৃথিবীর কোটি মানুষের নজর তাই থাকবে এশিয়া কাপে হওয়া ভারত-পাকিস্তান ম্যাচে। স্বাভাবিকভাবেই চাপটাও থাকার কথা বেশ। বাবর অবশ্য স্বীকার করছেন না সেটি।

তিনি বলেন, ‘এখানে বাড়তি কোনো চাপ নেই। হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই বেশি ইন্টেনসিটিতে হয় কিন্তু আমাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমাদের কেবল নিজেদের শক্তির জায়গায় মন দিয়ে ভালো করতে হবে। ’

শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে ম্যাচটি। দেশটিতে খেলার অভিজ্ঞতা কাজে আসার আশা করছেন বাবর, ‘আমরা এখানে জুলাই থেকে আছি, টেস্ট ম্যাচ খেলেছি, এরপর এলপিএল, তারপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে। আশা করি এটা আমাদের আগামীকাল সাহায্য করবে ভারতের সঙ্গে ম্যাচে। ’

সম্পর্কিত খবর

ফ্রান্স-যুক্তরাজ্য ভ্রমণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

gmtnews

রাজপথ কাদের, তা ১১ নভেম্বর দেখিয়ে দেওয়া হবে: যুবলীগ চেয়ারম্যান

gmtnews

ছাত্রলীগের উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Shopnamoy Pronoy

মন্তব্য করুণ

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই অপ্ট আউট করতে পারেন। স্বীকার করুন বিস্তারিত